Thank you for trying Sticky AMP!!

মিরপুরে স্কুলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

রাজধানীর মিরপুর ১ নম্বরে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বেলুনের গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। ছবি: আশরাফুল আলম

রাজধানীর মিরপুর ১ নম্বরে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ছবি: আশরাফুল আলম

নিহত ব্যক্তির নাম সিদ্দিক (৬০)। তিনি বেলুন বিক্রি করতেন। ছয়–সাত বছর ধরে ওই এলাকায় বেলুন বিক্রি করতেন তিনি।

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। ছবি: আশরাফুল আলম

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ওই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এ উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসছিল। স্কুলের মাঠে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চের পাশে বেলুন বিক্রি করছিলেন সিদ্দিক। তিনি গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরছিলেন। সকাল ৮টার দিকে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে বেলুন বিক্রেতা আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতালে রয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। ছবি: আশরাফুল আলম

এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী আছে। তাদের ডেলটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী আছে। ছবি: আশরাফুল আলম

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে নিহত মো. সিদ্দিকের স্ত্রী মনোয়ারা বেগমের আহাজারি। সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা, ২৫ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম