Thank you for trying Sticky AMP!!

গাজীপুর

মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ কালামপুর এলাকায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ও তাঁর বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা জোড়া পাম্প এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া বলেন, মুক্তিযোদ্ধা কাশেম মিয়া একটি অভিযোগ দিয়েছেন। সেটি তদন্ত করা হচ্ছে।

এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের ফরেস্টার মীর বজলুর রহমান বিটের মালি ও প্রহরীদের নিয়ে আবুল কাশেমের নির্মিত একটি শৌচাগার বন বিভাগের জমিতে পড়েছে দাবি করে সেটাসহ একটি ঘর ভেঙে দেন। এ সময় কাশেম মিয়া বাধা দিলে তাঁকে গালিগালাজসহ মামলার ভয়ভীতি দেখানো হয়। তাঁকে লাঞ্ছিত ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং বজলুর রহমানের বিচারের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে এলাকাবাসী আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
বিট কর্মকর্তা মীর বজলুর রহমান বলেন, ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত বা তাঁর বাড়ি ভাঙচুর করা হয়নি। বন বিভাগের জায়গায় শৌচাগার নির্মাণ করায় সেটি ভেঙে দেওয়া হয়েছে।