Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অনুমোদন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড করার বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন আনুষঙ্গিক অন্যান্য কাজ করে প্রজ্ঞাপন জারি করা হবে।
এটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে নবম ও সব কটি মিলিয়ে ১১তম।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হয়। এরপর থেকেই শুরু হয় ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার কাজ। গত বছরের ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত চিঠি দেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ড করার সিদ্ধান্ত হয়।
নিজস্ব ভবন না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবনে শিক্ষ বোর্ডের কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে বিভাগীয় কমিশনার শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির সঙ্গে পরামর্শ, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। যত দ্রুত সম্ভব ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা এ বোর্ডের অন্তর্ভুক্ত হবে।