Thank you for trying Sticky AMP!!

রাসনৃত্য

মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব রাস। এ উপলক্ষে ১৯৮৬ সাল থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মণিপুরী সম্প্রদায় রাসমেলার আয়োজন করছে। এই মেলার উদ্দেশ্য বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবপ্রেমের বার্তা দেওয়া। শীত উপেক্ষা করে হাজার হাজার দর্শনার্থী নৃত্য উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে কমলগঞ্জে আসেন। ছবিগুলো মঙ্গলবার ভোরে আদমপুরের তেতেইগাঁও মধুমঙ্গল শর্মার মণ্ডপ ও মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে তোলা। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব।
ঢোল, তবলা ও গানের সঙ্গে রাতভর রাসনৃত্য চলে
ধর্মীয় সংগীত পরিবেশন করেন ভক্তরা
নৃত্যে অংশ নিচ্ছেন এক নারী
১৯৮৬ সাল থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায় রাসমেলার আয়োজন করছে
শীত উপেক্ষা করে নৃত্য উপভোগ করতে দর্শনার্থীরা দেশের বিভিন্ন স্থান থেকে কমলগঞ্জে আসেন
এই মেলার বার্তা বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবপ্রেম
‘রাস’ শব্দটা এসেছে শ্রীকৃষ্ণের ১২ ধরনের রস থেকে
বিশেষ পোশাক আর সাজে সেজে রাস নৃত্যে অংশ নেয় মণিপুরী শিশু-তরুণীরা