Thank you for trying Sticky AMP!!

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত ২

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশেদ খান (৪৫) নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ খান যায়যায়দিন পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি ছিলেন। একই দিন রাত সোয়া ১০টার দিকে লক্ষ্মীপুর শহরে পিকআপভ্যানের চাপায় ওমর ফারুক (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, রাতে মোটরসাইকেলে করে সাংবাদিক রাশেদ খানসহ দুজন গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে সড়কের পাশে থাকা বালুর স্তূপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই মোটরসাইকেল থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই রাশেদ খানের মৃত্যু হয়; আহত হন মোটরসাইকেলের অপর আরোহী। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সাংবাদিক রাশেদ খানের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে রাত সোয়া ১০টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওমর ফারুক। এ সময় একটি পিকআপভ্যানের চাপায় নিহত হন ওমর ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় এলাকার ফার্নিচার ব্যবসায়ী তিনি।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাওছারুজ্জামান বলেন, ঘটনার সময় ফারুক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নোয়াখালী থেকে রায়পুরগামী দ্রুত গতির একটি পিকআপভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারুক মারা যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় চালককে আটক ও পিকআপটি জব্দ করা হয়। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।