বার্ষিক কর্মসম্পাদন

শীর্ষে আইসিটি বিভাগ, তলানিতে বাণিজ্য মন্ত্রণালয়

বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকার

সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মূল্যায়নে প্রথম হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। আর সবচেয়ে পিছিয়ে আছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই মূল্যায়নের ফল দেওয়া হয়েছে। এর ভিত্তিতে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবদের কাছে চিঠিও দিচ্ছেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূলত প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রণালয় বা বিভাগগুলোর সচিবদের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা দলিল। অর্থবছর শেষ হওয়ার পর ওই বছরের চুক্তিতে নির্ধারিত লক্ষ্যগুলো মন্ত্রণালয় ও বিভাগগুলো কতটুকু অর্জন করল তার মূল্যায়ন করা হয়। ১০০ নম্বরের সূচকের ভিত্তিতে এই মূল্যায়নটি করা হয়। ২০১৪–১৫ অর্থবছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি চালু করা হয়েছিল।

বর্তমানে সরকারের মন্ত্রণালয় ও বিভাগ আছে ৫১টি। এতে আইসিটি বিভাগ ৯৮ দশমিক ৬৬ নম্বর পেয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে আছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ কারিগরি ও মাদ্রাসা বিভাগ বেশ পিছিয়ে আছে। এই বিভাগের অবস্থান ৩১তম। তৃতীয় অবস্থানে আছে কৃষি মন্ত্রণালয়।

আর ৬৫ দশমিক ৭৬ শতাংশ নম্বর পেয়ে তলানিতে অবস্থান করছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আগের ধাপে (৫০তম) আছে রেলপথ মন্ত্রণালয়।

৪৯তম অবস্থানে আছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। করোনার সংক্রমণের প্রেক্ষাপটে আলোচনায় থাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অবস্থান হয়েছে ২৯তম। এই মন্ত্রণালয়ের আরেক বিভাগ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অবস্থান ২৪তম।