Thank you for trying Sticky AMP!!

শ্রম আইনের মামলায় জামিন পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

শ্রম আইনের পৃথক পাঁচটি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ঢাকার শ্রম আদালত-৩ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভীন আজ রোববার জামিন মঞ্জুর করেন।

আজ ড. মুহাম্মদ ইউনূস আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত প্রত্যেকটি মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তাঁকে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

আদালত সূত্র বলছে, গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গত ৩ জুলাই শ্রম আদালতে মামলা করেন। এরপর আদালত ড. ইউনূসসহ তিনজনকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। গত ৯ অক্টোবর শুনানির দিন মুহাম্মদ ইউনূস হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এরপর গত ২৮ অক্টোবর এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মুহাম্মদ ইউনূসকে ৭ নভেম্বর পর্যন্ত হয়রানি না করার নির্দেশ দেন।