সংক্রমণ পরিস্থিতির প্রাক্কলন করবে পরামর্শক কমিটি

কোভিড-১৯
কোভিড-১৯

কোভিড–১৯–বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চিকিৎসা বিষয়ে তথ্য চেয়েছে। কমিটি বলেছে, তারা করোনা সংক্রমণ পরিস্থিতির একটি প্রাক্কলন করবে। কমিটি ও মন্ত্রণালয়সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রথম সভায় চারটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এর মধ্যে আছে কোভিড রোগীর চিকিৎসা পরিস্থিতি, পরিস্থিতির প্রাক্কলন, রোগ শনাক্তকরণ কিটের পরিস্থিতি ও কোভিড–১৯–এর টিকা। ২০ এপ্রিল অনুষ্ঠিত সভার কার্যবিবরণীতে এসব বিষয় আছে।

কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রথম আলোকে বলেছেন, ‘কমিটি গঠনের কথা জানার ২৪ ঘণ্টার মধ্যে আমরা সভা করেছি। সভার কার্যবিবরণী স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় ১৮ এপ্রিল বিএমডিসির সভাপতিকে আহ্বায়ক করে ১৭ সদস্যের কোভিড–১৯–বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গঠন করে। কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিনজন সাবেক উপাচার্য আছেন। আইইডিসিআরের সাবেক ও বর্তমান পরিচালক এর সদস্য। আরও আছেন বিএমএ ও স্বাচিপের সদস্য। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড–১৯–বিষয়ক একটি কারিগরি কমিটি করেছিল। কমিটির প্রধান ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক।

তিন ঘণ্টার সভায় কমিটির সদস্যরা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করেন। পিপিই ও মাস্ক নিয়ে একটি নির্দেশিকা তৈরির সিদ্ধান্ত হয়েছে।

পরিস্থিতি কোথায় যাবে, অর্থাৎ কত মানুষ আক্রান্ত হতে পারেন, কত মৃত্যু হতে পারে, রোগের সংক্রমণ কত দিন চলবে—তা নিয়ে কমিটি একটি প্রাক্কলন করবে এবং আনুষ্ঠানিকভাবে তা সরকারের কাছে তুলে ধরবে। এ বিষয়ে একটি উপকমিটি তৈরি হয়েছে।