>আগামীকাল বৃহস্পতিবার বিদ্যার দেবী সরস্বতীর পূজা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা হয়। পূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ শেষ। পূজা ঘিরে আয়োজনও শেষের পথে। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিমা তৈরি নিয়ে আজকের ছবির গল্প
সিলেট নগরের বানিয়াপাড়া এলাকায় সরস্বতীর প্রতিমা তৈরি করেছেন প্রতিমা শিল্পীরা। দাড়িয়াপাড়া, সিলেট। ছবি: আনিস মাহমুদএত দিন কষ্ট করে বানানো সরস্বতীর প্রতিমা বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পালবাড়ি ঘাট, সেনহাটি, দিঘলিয়া, খুলনা। ছবি: সাদ্দাম হোসেনপ্রতিমা শিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা। বগুড়া শহরের চেলোপাড়া নব বৃন্দাবন হরিবাসর মন্দিরে। ছবি: সোয়েল রানাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা। শ্রী শ্রী গীতা আশ্রম, শান্তিনগর, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরীবিদ্যার দেবী সরস্বতী। শ্রী শ্রী জগন্নাথ মন্দির, বরিশাল। ছবি: সাইয়ানশেষ মুহূর্তে চলছে তুলির আঁচড়ে প্রতিমাকে পূর্ণ রূপ দেওয়ার ব্যস্ততা। বেজপাড়া পূজা মণ্ডপ, যশোর। ছবি: এহসান-উদ-দৌলাথরে থরে সাজানো সরস্বতী প্রতিমা। বেজপাড়া পূজা মণ্ডপ, যশোর। ছবি: এহসান-উদ-দৌলাসরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা তৈরির পর শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড় দিচ্ছেন এক মৃৎশিল্পী। শ্রী শ্রী জগন্নাথ মন্দির, বরিশাল। ছবি: সাইয়ানথরে থরে সাজানো সরস্বতীর প্রতিমা। আদর্শপাড়া, রংপুর। ছবি: মঈনুল ইসলাম‘বল্লভ নারায়ণ মৃৎ শিল্পালয়ে’ তৈরি করা হয়েছে ছোট-বড় ১৫০টি সরস্বতী প্রতিমা। ছবি: আনিস মাহমুদ