Thank you for trying Sticky AMP!!

সিরাজগঞ্জের কাজীপুরে বজ্রপাতে ১০ মহিষের মৃত্যু

সিরাজগঞ্জের কাজীপুরের ঘোড়াচড়া চর এলাকায় বজ্রপাতে মারা যায় ১০ মহিষ।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বজ্রপাতে ১০ মহিষের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মহিষের বাথান দেখাশোনার দায়িত্বে থাকা দুই রাখাল। আজ সোমবার ভোরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা চরে এ ঘটনা ঘটে।

আহত দুই রাখাল হলেন নিবারণ ঘোষ ও নিমাই ঘোষ। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, যমুনার নাটুয়ারপাড়া চরে চার শ মহিষের একটি বাথান দেখাশোনা করছিলেন দুই রাখাল। ভোরে বৃষ্টির সঙ্গে বেশ কয়েকটি বজ্রপাত হলে বাথানের ১০টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মহিষের রাখাল নিবারণ ঘোষ ও নিমাই ঘোষ গুরুতর আহত হন।

মারা যাওয়া ১০টি মহিষের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলেও জানান মহিষ বাথানের মালিক দুলাল ঘোষ।