এলুমিনিয়ামের প্লেট থেকে তৈজসপত্র

>

এলুমিনিয়ামের গোল প্লেটে চাপ প্রয়োগ করে তৈরি করা হয় কলস, হাঁড়ি, পাতিলসহ বিভিন্ন তৈজসপত্র। এই কাজে মেশিন ও ধাতব দণ্ড ব্যবহৃত হয়। আকার ঠিক রাখতে ব্যবহার করা হয় ছাঁচ। কয়েকটি মেশিন ঘুরে কোনো তৈজসপত্র পূর্ণ আকার পাওয়ার পর চলে পালিশের কাজ। তারপর তৈজসপত্রটি মুছে কড়া রোদে শুকাতে হয়। কারখানা থেকে পাইকারি ব্যবসায়ীরা সিলভারের তৈরি এসব তৈজসপত্র কিনে নিয়ে যান। কারখানার শ্রমিকেরা দিন শেষে মজুরি পান ৪০০ টাকা করে। খুলনার গল্লামারী স্বপ্নপুরী আবাসিক এলাকা থেকে নেওয়া ছবি।

এলুমিনিয়ামের গোল একটা প্লেটকে চাপ প্রয়োগ করে তৈরি করা হয় বিভিন্ন তৈজসপত্র।
এলুমিনিয়ামের গোল একটা প্লেটকে চাপ প্রয়োগ করে তৈরি করা হয় বিভিন্ন তৈজসপত্র।
মেশিনে ঘুরিয়ে আর ধাতব দণ্ডের সাহায্যে তৈরি হয় এসব সামগ্রী।
আকার ঠিক রাখতে ব্যবহার করা হয় ছাঁচ।
একটি তৈজসপত্রকে পূর্ণ রূপ পেতে পার হতে হয় কয়েকটি মেশিন।
পূর্ণ আকার পাওয়ার পর চলে পালিশের কাজ।
কারখানার মধ্যে গরম। তাই শ্রমিকদের কিছুক্ষণ পর পর পানি পান করতে হয়।
এলুমিনিয়ামের গোল প্লেট ও তৈরি হওয়া পণ্য।
তৈজসপত্র তৈরি হয়ে গেলে তা মুছে কড়া রোদে শুকাতে হয়।