Thank you for trying Sticky AMP!!

সিলেটে আরও ১২ জন করোনায় আক্রান্ত

সিলেট বিভাগে একদিনে নতুন আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ২৫৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।

সংশ্লিষ্টরা জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৌলভীবাজারের আটজন, সিলেটের তিনজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন।

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ২৪৬ জনের মধ্যে হবিগঞ্জের ৮৯ জন, সিলেটের ৭৮ জন, সুনামগঞ্জের ৫৭ জন ও মৌলভীবাজারের ৩৪ জন রয়েছেন। এর মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে তিনজন মারা গেছেন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।