Thank you for trying Sticky AMP!!

সিলেট হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে সিলেটের লালদীঘির হকার্স মার্কেটে লাগা আগুন। এতে মার্কেটের ২০ থেকে ২৫টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে হঠাৎ মার্কেটের ৫ নম্বর গলির একটি দোকানে আগুন দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু, মার্কেটের সরু গলি থাকায় ক্রমেই আগুনের পরিধি বাড়তে থাকে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ভূঞা প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে মার্কেটের এক হাজার পঁয়ত্রিশটি দোকানের মধ্যে ২০ থেকে ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। সিলেটসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Also Read: চোখের সামনে একটার পর একটা দোকান পুড়ে যেতে দেখলেন, কিছুই করার ছিল না

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ প্রমুখ। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুন নেভাতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে পর্যাপ্ত পানি দিয়ে সহায়তা করছে। মার্কেটের দোকানগুলো ঘিঞ্জি ও ভেতরের রাস্তা সরু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।