Thank you for trying Sticky AMP!!

সোনারগাঁকে শান্তির মডেলে পরিণত করবেন কায়সার

আব্দুল্লাহ আল কায়সার

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সার বলেছেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আগ্রহের কারণে আমি প্রার্থী হয়েছি। ইতিমধ্যে আমার সিংহ মার্কা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে আমিই জয়ী হব।’

গতকাল বৃহস্পতিবার সকালে ‘আগামী পাঁচ বছর সোনারগাঁকে কেমন দেখতে চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার এসব কথা বলেন।

উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়সারের চাচা মোশারফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনি।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘বিগত পাঁচ বছরে মেঘনায় বালুমহালে ব্যাপক লুটপাট হয়েছে। আমি সাংসদ নির্বাচিত হলে বালুমহালে লুটপাট বন্ধ করব। সোনারগাঁ একজন দক্ষ, শিক্ষিত, অসাম্প্রদায়িক নেতার নেতৃত্বে পরিচালিত হবে, এটা সবার কাম্য। সাংসদ থাকার সময় কোনো বিরোধী রাজনীতিবিদকে মামলা-হামলা করে কোনো হয়রানি করিনি। আমি সোনারগাঁবাসীকে নিরাপদে রাখব, জনগণের পাশে ছিলাম, আছি, থাকব। আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সোনারগাঁয়ের জনগণ এটাকে ইতিবাচকভাবে নিয়েছে। আমি সাংসদ থাকার সময় অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, সমালোচক থাকবে, তারাই আমাদের ভুলভ্রান্তি ধরিয়ে দেবে। আমি সোনারগাঁকে শান্তির মডেলে পরিণত করতে চাই।’