Thank you for trying Sticky AMP!!

সড়ক দুর্ঘটনার প্রতিবাদ

>

২৮ জানুয়ারি কেরানীগঞ্জের কসমোপলিটন স্কুলের সহোদর শিক্ষার্থী আফরিন ও আফসার ট্রাকচাপায় নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে সহপাঠী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। রাজেন্দ্রপুর বাজারসংলগ্ন এলাকায় প্রতিবাদ ও রাস্তা অবরোধ করে। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা হাজী মো. সামছুর রহমান ডালিম আহত অবস্থায়ই মানববন্ধনে এসেছেন। ছবি: দীপু মালাকার
মানববন্ধনে স্থবির হয়ে পড়ে ঢাকা-মাওয়া হাইওয়ে। ছবি: দীপু মালাকার
স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: দীপু মালাকার
স্কুলের ছাত্ররা সড়ক অবরোধ করে। ছবি: দীপু মালাকার
মাদ্রাসাছাত্রদের মানববন্ধন। ছবি: দীপু মালাকার
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মুন্সিগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা–মাওয়া মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল শিক্ষার্থীদের হাতে।
কেরানীগঞ্জের কমপক্ষে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নিয়েছেন।

আরও পড়ুন:
২০১৮ সালে ৫৫১৪ সড়ক দুর্ঘটনায় ৭২২১ জন নিহত
সড়কে মৃত্যুর মিছিল থামছে না
সড়কে মৃত্যু আর কত
প্রাইভেট কার উল্টে সন্তানসহ দম্পতি নিহত
ভাইবোন নিহত হওয়ার ঘটনায় হাজারো মানুষের মানববন্ধন