Thank you for trying Sticky AMP!!

'কোদাল'-এর ২৮ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ‘কোদাল’ প্রতীকে ২৮ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।

তাঁরা হলেন ঢাকা–১ আসনে মো. সেকেন্দার হোসেন, ঢাকা–১২ আসনে মো. জোনায়েদ আবদুর রহীম ওরফে জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলনের আহ্বায়ক), মুন্সিগঞ্জ-৩ শেখ মো. শিমুল, নাটোর–১ আনছার আলী, কিশোরগঞ্জ–৫ খন্দকার মোসলেউদ্দীন, নারায়ণগঞ্জ–৪ মো. মাহমুদ হোসেন, নেত্রকোনা–২ সজীব সরকার, খুলনা–৪ কে এম আলীদাদ, রাঙ্গামাটিতে জুঁই চাকমা, গাইবান্ধা–৪ ছামিউল আলম, মৌলভীবাজার–২ প্রশান্ত দেব, সিলেট–৪ মনোজ কুমার সেন, রংপুর–৩ আনোয়ার হোসেন, দিনাজপুর–৪ সাজেদুল আলম চৌধুরী, কুড়িগ্রাম–৪ মহিরউদ্দীন, জয়পুরহাট–২ শাহজামাল তালুকদার, বগুড়া–৫ রঞ্জন দে, ঢাকা–১৬ নাইমা খালেদ, সিলেট–১ উজ্জ্বল রায়, চাঁদপুর–৩ আজিজুর রহমান, ফেনী–২ জসিমুদ্দীন, চট্টগ্রাম–১১ অপু দাসগুপ্ত, পাবনা–১ জুলহাসনাইন, চট্টগ্রাম–১০ হাসান মারুফ, মানিকগঞ্জ–৩ রফিকুল ইসলাম, বগুড়া–২ লিয়াকত আলী, বরিশাল–৫ আবদুস সাত্তার ও সিরাজগঞ্জ–৫ আসনে আবদুর নূর। বিজ্ঞপ্তি।