শুভ সকাল। আজ ৮ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, সে বিষয়ে তরুণদের ওপর পরিচালিত একটি জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে ১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণের (নারী ও পুরুষ) মতামত নেওয়া হয়েছে। এসব তরুণের মতে, এবার নির্বাচনে সবচেয়ে বেশি ৩৮ দশমিক ৭৬ শতাংশ ভোট বিএনপি পাবে। এরপরে জামায়াতে ইসলামী ২১ দশমিক ৪৫ শতাংশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫ দশমিক ৮৪ শতাংশ ভোট পাবে।
বিস্তারিত পড়ুন...
দলের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে উত্তেজনার মধ্যেই সোমবার তিন জ্যেষ্ঠ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ–পদবি থেকে অব্যাহতি দিলেন জাতীয় পাটির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তাঁরা হলেন জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক (চুন্নু)। সেই সঙ্গে মুজিবুল হককে বাদ দিয়ে আরেক কো–চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব নিযুক্ত করেছেন তিনি। এ নিয়ে গত এক সপ্তাহে ১১ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।
বিস্তারিত পড়ুন...
জাতীয় নির্বাচনকে ঘিরে একের পর এক ইস্যু তৈরি করে পরিস্থিতি ক্রমে ঘোলাটে করা হচ্ছে। বিভিন্ন দল নিজেদের ইচ্ছেমতো শর্ত দিয়ে নির্বাচনকে আটকে দিতে চাইছে বলে মনে হচ্ছে। অহেতুক অপ্রয়োজনীয় আলাপ শুরু করা হচ্ছে। এমন সব বিষয় আলোচনায় আনা হচ্ছে, যা অবাস্তব ও অগ্রহণযোগ্য। এমনই একটি বিষয় হচ্ছে, নির্বাচনে ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতির প্রয়োগ করা। আসনভিত্তিক নির্বাচনপদ্ধতির পরিবর্তে এ পদ্ধতির কথা সম্প্রতি ইসলামপন্থী দলগুলোর সমাবেশে বলা হয়েছে। এর আগে জামায়াতে ইসলামী ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (জানাপা) বিভিন্ন সময় এ পদ্ধতির পক্ষে বলেছে।
বিস্তারিত পড়ুন...
রাত তিনটা পেরিয়ে গেছে। ঢাকার ঘুমন্ত শহর যেন জেগে উঠেছে একঝলক আলো আর হাততালির শব্দে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার মঞ্চে তখন ধীরে ধীরে উঠে আসছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরা। ক্লান্ত মুখ, কিন্তু তাতে দমে যাওয়ার লক্ষণ নেই। চোখে সাহস, ঠোঁটে হাসি। যেন অজান্তেই বলছেন, ‘আমরা ফিরেছি বিজয় নিয়ে। তবে এখনো পথ বাকি।’
বিস্তারিত পড়ুন...
বেশির ভাগের বাড়ির দাম প্রায় ৫০ কোটি, চড়েন দামি গাড়িতে। যাঁরা পার্টি আর বিলাসী জীবনযাপন নিয়ে মেতে থাকেন। কানাডার বেগমপাড়ার এমন পাঁচটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘বেগমপাড়া’। টেলিফিল্মটি রোববার বেলা তিনটায় আরটিভির ইউটিউব চ্যানেল আরটিভি ড্রামায় মুক্তি পেয়েছে। প্রায় ৫৬ মিনিট দৈর্ঘ্যের টেলিফিল্মটি মুক্তির পর দুই ঘণ্টায় ভিউ হয়েছে প্রায় চার হাজার।
বিস্তারিত পড়ুন...