ভারতের জাতীয় পতাকা
ভারতের জাতীয় পতাকা

বিমান বিধ্বস্ত

জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক-নার্স

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসহায়তা দিতে ঢাকায় এসেছে ভারতের চার সদস্যের প্রতিনিধিদল। আজ বুধবার সন্ধ্যায় ভারতীয় প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছেছে।

ঢাকায় ভারতের হাইকমিশন ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, চার সদস্যের ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলের মধ্যে দুজন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য দুজন নার্স রয়েছেন। ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকেরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন। দুটি হাসপাতালই ভারতের অন্যতম প্রথিতযশা সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। ভারতীয় এই চিকিৎসক ও নার্সরা আগামীকাল বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যাবেন।

প্রসঙ্গত, উত্তরার বিয়োগান্ত ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসহায়তা দেওয়ার আগ্রহ জানিয়ে ভারত গতকাল মঙ্গলবার বাংলাদেশকে চিঠি দিয়েছিল। এ মুহূর্তে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন, তা দ্রুত জানাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল দেশটি।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া ব্যক্তিদের অধিকাংশের চিকিৎসা হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানকার আইসিইউর সামনে স্বজনদের ভিড়। গতকাল মঙ্গলবারের চিত্র

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসহায়তা নিয়ে অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাঁরা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা ও বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাঁদের প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও বাংলাদেশে পৌঁছাতে পারে।