জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দগ্ধদের স্বজন ও উৎসুক জনতার ভিড়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা, ২১ জুন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দগ্ধদের স্বজন ও উৎসুক জনতার ভিড়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা, ২১ জুন

উত্তরায় বিমান বিধ্বস্ত

বার্ন ইনস্টিটিউটের সামনে স্বজন ও উৎসুক জনতার ভিড়

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে তাঁদের। হাসপাতালের সামনে ভিড় করেছেন দগ্ধদের স্বজনেরা। পাশাপাশি উৎসুক জনতার ভিড় রয়েছে চোখে পড়ার মতো।

আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দেখা যায়, অ্যাম্বুলেন্সে করে দগ্ধদের নিয়ে আসা হচ্ছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ওয়ার্ডে পাঠানো হচ্ছে। সেখানেও অনেক ভিড়। ভিড়ের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

দগ্ধদের দেখতে হাসপাতালে ছুটে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও দগ্ধদের দেখতে হাসপাতালে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে হতাহতদের স্বজন ও উৎসুক জনতার ভিড়

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।

এদিকে, দগ্ধদের জন্য জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন। এমন খবর পেয়ে অনেকেই রক্ত দিতে ছুটে আসছেন হাসপাতালে। রক্তদাতা ও রোগীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ সোমবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।