সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ জুলাই, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ শেষে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলা চালান আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা
ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মারা গেছেন।
বিস্তারিত পড়ুন...

গোপালগঞ্জে সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট, নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জে কারফিউ চলাকালে শহরে সেনাবাহিনীর টহল। গতকাল বেলা পৌনে ১১টায় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায়

গত বুধবারের হামলার পর ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১৮ জনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার কথা বলেছে প্রথম আলো। সেখান থেকে এই হামলার বিষয়ে একটি চিত্র পাওয়া গেছে। তাঁরা বলছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতারা কয়েক দিন ধরেই এনসিপির কর্মসূচি ঠেকাতে কাজ করছিলেন। এ জন্য বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের গোপালগঞ্জ শহরে জড়ো করেন তাঁরা। পাশাপাশি গাছ কেটে সড়কে ফেলে চলাচলে প্রতিবন্ধকতা তৈরিরও পরিকল্পনা করেন তাঁরা।
বিস্তারিত পড়ুন...

অটোরিকশায় পড়ে ছিল ১৫ লাখ টাকা, যাত্রীকে খুঁজে ফেরত দিলেন চালক

কুমিল্লা নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চালান অনিক হাসান। গতকাল বৃহস্পতিবার তোলা

ব্যাটারিচালিত রিকশার (মিশুক) চালক অনিক হাসান। প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। এক যাত্রী তাঁর রিকশায় একটি ব্যাগ ফেলে গিয়েছিলেন। অনিক ওই ব্যাগ খুলে দেখেন তাতে ১৫ লাখ টাকা আছে। পরে অনিক ওই ব্যক্তিকে খুঁজে বের করে টাকা ফেরত দেন।
বিস্তারিত পড়ুন...

ইরানের পর এবার টার্গেট পাকিস্তান, কেন?

পাকিস্তানের ক্ষেপনাস্ত্র মহড়া

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গত মাসে সতর্ক করে বলেছিলেন, মুসলিম দেশগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, না হলে ‘সবার পালা আসবে’। তাঁর এ বক্তব্য যতটা না কূটনৈতিক আক্ষেপ, তার চেয়ে বেশি সতর্কতা সংকেত।
বিস্তারিত পড়ুন...

২০২৬ বিশ্বকাপ থেকে পাল্টে যেতে পারে পেনাল্টির নিয়ম

আগামী বিশ্বকাপে পরিবর্তন আসতে পারে পেনাল্টির নিয়মে

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফুটবলের আইনপ্রণয়নকারী স্বাধীন আন্তর্জাতিক সংস্থা। এই প্রস্তাব আইএফএবিতে আলোচিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। তারা জানিয়েছে, পেনাল্টি শট মিস করার পর ফিরতি বলে কেউ শট নিতে পারবে না, সেটা গোলকিক হবে—এ নিয়ম চালু করা নিয়ে ভাবছে আইএফএবি।
বিস্তারিত পড়ুন...