এতিম শিশুদের জন্য প্রথম আলোর ইফতার ও রাতের খাবার

প্রথম আলোর পক্ষ থেকে আজ রাজধানীর কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার শিশুদের ইফতারি ও রাতের খাবারের আয়োজন করা হয়
ছবি : প্রথম আলো

রাজধানীর কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার শিশুদের জন্য ইফতারি ও রাতের খাবারের আয়োজন করে প্রথম আলো। আজ শনিবার এতিমখানা কর্তৃপক্ষের কাছে ২৭৫ শিশুর জন্য খাবার দেওয়া হয়।

শিশুদের ইফতারের জন্য ছিল খেজুর, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, আপেল ও জুস। আর রাতের খাবার ছিল কাচ্চি বিরিয়ানি। আজ ইফতারের আগে প্রথম আলোর প্রশাসন বিভাগের কর্মকর্তারা এতিমখানার কর্তৃপক্ষের হাতে এসব খাবার তুলে দেন।

ইফতারের আগে মোনাজাত অনুষ্ঠিত হয়। জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় মোনাজাত পরিচালনা করেন এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা মো. নুরুল হক শেখ। মোনাজাতে মহান আল্লাহর রহমত চেয়ে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও প্রথম আলোর সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়। উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়াসহ মানবসম্পদ বিভাগ ও প্রশাসন বিভাগের কর্মকর্তারা।