ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি দেওয়ার জন্য এখন পর্যন্ত ২৫ লাখ প্রাণী বিক্রি হয়েছে। এর মধ্যে গরু–মহিষ ১১ লাখ এবং ছাগল–ভেড়া ১৪ লাখ। আজ সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে এসব জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
অধিদপ্তর বলছে, ২৫ লাখের মধ্যে ১ লাখ ৫৬ হাজার প্রাণী বিক্রি হয়েছে অনলাইনে। তার মধ্যে গরু–মহিষ ১ লাখ ২৯ হাজারের বেশি এবং ছাগল–ভেড়া ২৬ হাজারের বেশি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রেয়াজুল হক প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত যত প্রাণী বিক্রি হয়েছে, তা আমাদের প্রত্যাশার চেয়ে একটু বেশি। আগামীকাল বেশি বিক্রি হবে। বিক্রি কমে যাবে পরশু দিন।’
অধিদপ্তরের তথ্যমতে, এবার কোরবানিযোগ্য প্রাণী আছে ১ কোটি ২৫ লাখের বেশি। তার মধ্যে চাহিদা আছে ১ কোটি ৩ লাখের ওপরে। গত ঈদুল আজহায় সারা দেশে ৯৯ লাখ ৫০ হাজারের বেশি প্রাণী কোরবানি হয়েছিল।