ঢাকা মহানগর দায়রা জজ আদালত
ঢাকা মহানগর দায়রা জজ আদালত

তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী, দুই মেয়েসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী, দুই মেয়েসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।

যে আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিকী, তাঁর মেয়ে প্রচ্ছায়া লিমিটেডের পরিচালক বুশরা সিদ্দিক ও নওরীন তাসমিয়া সিদ্দিক। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রচ্ছায়া লিমিটেডের পরিচালক শেহতাজ মুন্সি খান, শহীদ উদ্দিন খান, পেইরাজা পিনাজ খান, ফারজানা আনজুম ও তারিক আহমেদ সিদ্দিকের ভাই শফিক আহমেদ সিদ্দিকের বিদেশযাত্রায়ও।

দুদকের পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, তাঁর ছোট বোন শেখ রেহেনা, রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকীসহ অন্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রায় ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। প্রচ্ছায়া লিমিটেডের অংশীদারেরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এর আগে গত বছরের ২২ অক্টোবর তারিক আহমেদ সিদ্দিক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করার আদেশ দেন আদালত।

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠনের পর থেকে গত ৫ আগস্ট সরকার পতনের আগপর্যন্ত তারিক আহমেদ সিদ্দিক তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।