Thank you for trying Sticky AMP!!

আবু সাঈদ খান

টেলিযোগাযোগ-বিশেষজ্ঞ আবু সাঈদ খান মারা গেছেন

টেলিযোগাযোগ–বিশেষজ্ঞ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ পলিসি ফেলো আবু সাঈদ খান (৬৩) মারা গেছেন। আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবু সাঈদ খানের পুত্রবধূ পিংকি প্রথম আলোকে জানান, দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। আজ সকালে তিনি মারা যান। তাঁদের পারিবারিক বন্ধু পিয়ুস রোজারিও প্রথম আলোকে বলেন, আবু সাঈদ খান সকাল ৮টা ৪০ মিনিটে মারা যান। দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বাদ জোহর সিএমএইচ মসজিদে তাঁর জানাজা হবে। এরপর টাঙ্গাইলে তাঁর স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) প্রথম মহাসচিব ছিলেন আবু সাঈদ খান। এ ছাড়া তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন, বিশ্বব্যাংক, এরিকসন, হুয়াওয়ে, এডিএন গ্রুপে কাজ করেছেন। তিনি একসময় সাংবাদিকতাও করেছেন।