যোগাযোগ উৎসবে আনন্দে মেতে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা
যোগাযোগ উৎসবে আনন্দে মেতে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়  

টিএসসিতে আনন্দ-আড্ডায় সাংবাদিকতা বিভাগের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) উদ্যোগে ‘যোগাযোগ উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উৎসব উপলক্ষে টিএসসি চত্বরে নতুন–পুরোনোদের মিলনমেলা চোখে পড়ে। অনেক দিন পর বিভাগের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা। বিশ্ববিদ্যালয় জীবনের কত স্মৃতি! ক্লাসের পর একসঙ্গে কত আড্ডা! সেই বন্ধু, বড় ভাই–বোন ছোট ভাই–বোনদের সঙ্গে আবার দেখা হলো যোগাযোগ উৎসবে।

উৎসবে বিভাগের অনেক শিক্ষকও এসেছিলেন। বহুদিন পর ছাত্র–শিক্ষক, বন্ধু—সবাই মেতে ওঠেন আড্ডা আর খোশগল্পে। স্মৃতি হিসেবে মুঠোফোনে চলে সেলফি তোলার পর্ব।

যোগাযোগ উৎসবে আনন্দে মেতে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা

অনুষ্ঠানে শিক্ষক, দেশের স্বনামধন্য সাংবাদিক, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ সময় সংগীত পরিবেশন করে ব্যান্ড দল আর্ক।

আয়োজকদের একজন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শাকিল হাসান প্রথম আলোকে বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তা ছাড়া দীর্ঘদিন পর বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা একসঙ্গে হওয়ার সুযোগ পেয়েছেন। আমরা চাই যোগাযোগের ধারা অব্যাহত থাকুক।’