Thank you for trying Sticky AMP!!

গত বছর শুক্র ও শনিবার উবারে সবচেয়ে বেশি মানুষ চড়েছেন

বাংলাদেশে ২০২৩ সালে রাইড শেয়ারিং (শরিকি যাত্রা) অ্যাপ উবার সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে বর্ষা মৌসুমে। আর শুক্র ও শনিবার যাত্রীরা সবচেয়ে বেশি উবার ব্যবহার করেছেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্ষিক প্রতিবেদনের সূত্রে এসব তথ্য জানিয়েছে উবার।

উবার বলছে, ২০২৩ সালে বাংলাদেশে তারা সাড়ে ১৭ কোটি কিলোমিটার ট্রিপ দিয়েছে। তাদের অ্যাপ ব্যবহার করে বাংলাদেশে তিন লাখের বেশি চালক উপার্জন করেছেন। এ ছাড়া সেবা নিয়েছেন ৬০ লাখের বেশি যাত্রী।

সময়ের দিক থেকে বেলা দুইটা থেকে তিনটার মধ্যে উবারের রাইড বুক করেছেন বাংলাদেশি গ্রাহকেরা। গত বছরের ২১ ও ২৮ ডিসেম্বর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি উবার বুক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Also Read: উবারে মুঠোফোনই বেশি ভুলে ফেলে যান যাত্রীরা