টিএমএসএসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টিএমএসএস এর ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন টিএমএসএসর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম।
ছবি : সংগৃহীত

টিএমএসএসেরর ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা গত বুধবার বগুড়ার হোটেল মম ইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৩ হাজার ৮৬৩ কোটি ৮৮ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার আলোচ্য বিষয় উপস্থাপন করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্যসচিব ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভীনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যসচিবের পক্ষে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন টিএমএসএসের সাধারণ পরিষদ সদস্য মিনতি আখতার বানু। পরিচালনা পর্ষদের ট্রেজারার মো. মকবুল হোসেনের পক্ষে টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম স্থিতিপত্র পাঠ করেন। সভায় সর্ব সম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন, কর্মপরিকল্পনাসহ আগামী অর্থ বছরের বাজেট অনুমোদিত হয়।

সভায় আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে গৃহহীনদের জন্য আবাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি, হাই-টেক পার্ক ও টি এস্টেট, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, দুস্থ, প্রতিবন্ধীদের উন্নয়নে সুরক্ষাসহ বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করা।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন টিএমএসএর উপদেষ্টা ও ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো প্রফেসর এম আফজাল হোসেন, সাবেক সচিব ও টিএমএসএসর উপদেষ্টা ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জুম প্রোগ্রামের মাধ্যমে দেশে এবং বিদেশ থেকে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।