ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল

ইসরায়েল যুদ্ধ করলেও রসদ দিচ্ছে যুক্তরাষ্ট্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ইসরায়েল মাঠপর্যায়ে থেকে এ যুদ্ধ পরিচালনা করছে বটে, কিন্তু তাদের সব ধরনের রসদ জোগাচ্ছে যুক্তরাষ্ট্র।

আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মানববন্ধনে অংশ নিয়ে উপাচার্য বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তাদের আসল চরিত্র তুলে ধরেছে। ইসরায়েল ও ফিলিস্তিন দুটো রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে নিতে আহ্বান জানান তিনি।  

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ইসরায়েল পোড়ামাটির নীতি গ্রহণ করেছে, যেখানে একজন ফিলিস্তিনিকেও তারা থাকতে দেবে না, কেবল মাটি তাদের দরকার। পুরো পৃথিবী ইসরায়েলের এই নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জেগে উঠেছে। নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে।

আরব-ইসরায়েল যুদ্ধের মাধ্যমে দখলকৃত ভূমি ফিরিয়ে দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়া। ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা।

মানববন্ধনে শিক্ষক সমিতির সহসভাপতি আবদুস ছামাদ, সদস্য চন্দ্রনাথ পোদ্দার ও সিকদার মনোয়ার মুর্শেদ, আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক সীতেশ চন্দ্র বাছার, আগের কমিটির নেতা কে এম সাইফুল ইসলাম খান, আবদুর রহিম প্রমুখ বক্তব্য দেন।