ড. ইউনূসকে হয়রানি বন্ধে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

ড. মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি

শ্রম আইন ভঙ্গের অভিযোগ এনে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন দেশের শতাধিক বিশিষ্ট নাগরিক। তাঁরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন এবং হয়রানি বন্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানান।

আজ মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা এসব কথা বলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবদুল হাই শিকদারের পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের আইনজ্ঞদের মতে ড. ইউনূসের বিরুদ্ধে দেওয়া মামলাগুলোর চরিত্র দেওয়ানি ধরনের হলেও তাঁকে হয়রানির জন্য ফৌজদারি মামলা করা হয়েছে। ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব, তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান তাঁকে হয়রানি করছে। তাঁর চরিত্র হননে বিষোদ্‌গার অব্যাহত রাখা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ইতিমধ্যে শতাধিক নোবেল পুরস্কার বিজয়ীসহ বিশ্বের নেতৃস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখে এ ব্যাপারে উদ্বেগ জানান এবং চলমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানান। তাঁরা সুস্পষ্টভাবে বলেছেন, একটি নিরপেক্ষ বিচারক প্যানেলের মাধ্যমে ড. ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। ওই বিচারিক প্যানেলে আন্তর্জাতিক আইন–বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত ব্যক্তিরা ভূমিকা রাখবেন। আমরা বিশ্ব নেতাদের এই উদ্যোগের সঙ্গে একমত পোষণ করছি এবং সরকারকে এ ধরনের তৎপরতা থেকে বিরত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিদাতাদের মধ্যে আছেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক এস এম ফায়েজ, অধ্যাপক ওয়াকিল আহমদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ইউসুফ হায়দার, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক সিরাজউদ্দিন, অধ্যাপক এম এ মান্নান, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক ইফতিখারুল আলম, অধ্যাপক আবদুল লতিফ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, এম আবদুল্লাহ, কামাল উদ্দিন, কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, রেজোয়ান সিদ্দিকী, লুৎফর রহমান, ওবায়দুল ইসলাম প্রমুখ।