শুভ সকাল। আজ ৩ সেপ্টেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা সাড়ে তিনটার দিকে দ্রুতগতির প্রথম উড়ালসড়ক (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) উদ্বোধন করেছেন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মোনাজাতে অংশ নেন। পরে প্রধানমন্ত্রী উড়ালসড়কে প্রথম টোল দেন। এরপর প্রধানমন্ত্রী গাড়িতে করে উড়ালসড়ক পার হন।
পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গায় ট্রেন যাবে আগামী অক্টোবরে। ওই মাসের শেষ সপ্তাহে এই ট্রেন চলাচল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। এর আগে ৭ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
এক যুগ আগেও আমদানি পণ্যের তালিকায় ছিল না তেঁতুলের বিচি। রপ্তানিকারক দেশগুলোতেও এটির তেমন কদর ছিল না। একপর্যায়ে মশার কয়েল তৈরি বা পাটপণ্য প্রক্রিয়াজাতকরণে তেঁতুলবিচির ব্যবহার শুরু হলে আমদানির তালিকায় স্থান পায় এটি। তবে হঠাৎ ২০২২-২৩ অর্থবছরে দেশে পণ্যটির আমদানি খুব বেড়ে যায়।
সূর্য নিয়ে গবেষণা করতে শনিবার `আদিত্য-এল১' নামের মহাকাশযান উৎক্ষেপণ করেছে ভারত। কদিন আগেই ভারতের পাঠানো চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। তবে আদিত্য-এল১ সূর্যাভিযানে গেলেও এটি সূর্যে অবতরণ করবে না। এটি সূর্যের খুব কাছাকাছিও যাবে না।
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর যেন যুক্তরাষ্ট্রের ফুটবলে বিপ্লব শুরু হয়েছে। আগের চেয়ে ফুটবল সেখানে জনপ্রিয় হয়ে উঠছে। মেসির ইন্টার মায়ামিতে নাম লেখানোর প্রভাব পড়েছে দেশটির ফুটবল-বাণিজ্যেও। আর্জেন্টিনার অধিনায়কের জার্সি ও টি-শার্ট বিক্রি তো বেড়েছে, বেড়েছে মেজর লিগ সকারসহ সব ধরনের প্রতিযোগিতার টিকিটের দামও। মেসি যেদিন থেকে মায়ামির হয়ে খেলতে শুরু করেছেন, দলটির ম্যাচ টিকিটের দাম যেন আকাশচুম্বী।