Thank you for trying Sticky AMP!!

রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস কার্যালয়ে আজ রোববার ‘আওয়ামী লীগের অর্থনৈতিক ইশতেহারের মোড়ক উন্মোচন: ভবিষ্যৎ বাংলাদেশের প্রবণতা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিরা

বিদেশি বিনিয়োগ আসতে শুরু করেছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সবাই বলছিলেন, বিদেশি বিনিয়োগ তো আসছে না, কিন্তু এটি আসতে শুরু করেছে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। বিআইডিএসের উদ্যোগে আজ প্রায় সারা দিনেই বিভিন্ন আর্থসামাজিক বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ ও আলোচনা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের আলোকে এ সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়।

Also Read: ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবেরা গরিবতর

অফশোর ব্যাংকিং আইন পাস হওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, যাঁরা টাকা রাখবেন, তাঁদের জন্য আস্থা সৃষ্টি করতে হবে। সে জন্য সম্পূর্ণ আইন করা হয়েছে। এই আইন বিভিন্ন দেশে আছে। এখন ক্যাম্পেইন শুরু হচ্ছে। সাড়া শব্দ পাওয়া যাচ্ছে, আইনটি তাঁদের পছন্দ হয়েছে। কাজেই এতে টাকা আসবে।

যাঁরা বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে বলে বক্তব্য দিয়েছিলেন, তাঁদের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগে তারা তো বলছিল, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেল। কই, শ্রীলঙ্কা কি হলো? শ্রীলঙ্কা তো হয়নি।’

অর্থমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বোচ্চ অবস্থানে এসে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ আরও সামনের দিকে নজর দিচ্ছে।

Also Read: তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ঠিকমতো পড়তে পারে না

বিআইডিএসের মহাপরিচালক অর্থনীতিবিদ বিনায়ক সেনের সঞ্চালনায় সেমিনারের শেষ পর্বে অর্থমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী। এ ছাড়া বিভিন্ন খাতের ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সাব্বির আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।

Also Read: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ২৮ শতাংশ শিক্ষার্থী বেকার থাকছেন