শুভ সকাল। আজ ১৮ জুলাই, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের প্রতি ঘরে ঘরে জুলাই গণ-অভ্যুত্থানের পতাকা উড়বে। বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নাহিদ ইসলাম। বিস্তারিত পড়ুন...
নিহত ইমন গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার গ্রামের আজাদ তালুকদারের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলে হারানোর শোকে বাক্রুদ্ধ মা। কেউ তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। কেউ সান্ত্বনা দিতে এসে নিজেই কাঁদছেন। তবু ইমনের মা রোকসানার মুখে একটি শব্দও নেই। বিস্তারিত পড়ুন...
আপনি কোথায় জন্ম নিয়েছেন, তা আপনার ভাগ্য। কিন্তু আপনি কেমন জীবন যাপন করবেন, তা অনেকটাই আপনার নিয়ন্ত্রণে থাকে। মানুষ মূলত বদভ্যাসের কারণে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে না। কী সেসব বদভ্যাস? এর কতটি আপনার মধ্যে আছে? মিলিয়ে দেখুন। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ঘটনা টানতে চাইলে পাল্টা যুক্তি আছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলা সেই সিরিজের দল আর এই বাংলাদেশ দলের মধ্যে বিস্তর পার্থক্য। সেই সিরিজের দলে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ হলেও একটু বয়স্ক ক্রিকেটাররা ছিলেন, সে তুলনায় বর্তমান দলটা নতুন ও তারুণ্যে ভরপুর। বিস্তারিত পড়ুন...
আরও বড় ব্যাপার হলো ‘মতপ্রকাশের স্বাধীনতা’র নামে ট্রাম্প এখন বিদেশি গণতন্ত্রগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। এটি আবার যুক্তরাষ্ট্রের ভেতরের বড় কিছু স্বার্থ, বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলোর ডিরেগুলেশনের (কোনো ব্যবসা, শিল্প বা খাতে সরকার যে নিয়মকানুন বা নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছিল, তা কমিয়ে দেওয়া বা পুরোপুরি তুলে ফেলা) ইচ্ছাকে এগিয়ে নিতে সাহায্য করছে। বিস্তারিত পড়ুন...