আদালত
আদালত

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের সম্পদ ক্রোকের আদেশ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের তথ্য বলছে, ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে এস কে সুর চৌধুরীর নামে সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট আর ধানমন্ডিতে তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর একটি ফ্ল্যাট। এর বাইরে এস কে সুরের মেয়ে নন্দিতা সুর চৌধুরীর নামে থাকা জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া এস কে সুর চৌধুরীর নামে থাকা ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে অর্থের পরিমাণ ১ কোটি ৮৫ লাখ টাকা। এর বাইরে এস কে সুরের স্ত্রী ও মেয়ের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

দুদক আদালতকে জানিয়েছে, এস কে সুর ও তাঁর স্ত্রী–মেয়ের নামে ৫ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ থাকার তথ্য পেয়েছে দুদক।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, এস কে সুর চৌধুরী বাংলাদেশ ব্যাংকে নিজ নামে ও স্ত্রী–কন্যার নামে সম্পদ গড়েছেন।

গত ১৯ জানুয়ারি সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে দুদক। এ সময় সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়।

১৪ জানুয়ারি এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর করা একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাঁকে আদালতে হাজির করা হয়। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাঁকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।