
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেছেন, সম্প্রতি দুদক চেয়ারম্যান ও মহাপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের ছবি ব্যবহার করে একটি চক্র মানুষের সঙ্গে প্রতারণা করছে। তাঁরা ফোন করে অভিযোগ নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে টাকা দাবি করছে। তিনি বলেন, দুদক পরিচয়ে কোনো ফোন এলে নিশ্চিতভাবে বুঝতে হবে এটি প্রতারণা।
আজ সোমবার বেলা তিনটায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আক্তার হোসেন বলেন, ‘কারও কাছে যদি দুদক পরিচয়ে কল আসে, নিশ্চিতভাবে আপনি ধরে নেবেন এটা প্রতারক চক্রের কাজ। কারণ, দুদকের কোনো কর্মকর্তা-কর্মচারীর কাছে যদি কোনো অভিযোগ আসে, ওই অভিযোগের অনুসন্ধানের বিষয়ে কখনোই আপনাকে কল দেবে না। অবশ্যই আপনাকে রেকর্ডপত্র সংগ্রহের জন্য বা বক্তব্য প্রদানের জন্য লিখিতভাবে অনুরোধ করবে। ফোন করে কখনোই আপনাকে দুদকে আসার জন্য বলবে না। দুদক কখনো বলবে না, আপনি আসেন, আপনার সমস্যা নিষ্পত্তি করে দেব। এই ধরনের কোনো কিছুই কখনো বলবে না।’
আক্তার হোসেনের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি নিজেই। আক্তার হোসেন বলেন, ‘দুদক চেয়ারম্যান ও মহাপরিচালকদের ছবি ব্যবহার করে, বিশেষ করে আমার সংবাদ সম্মেলনের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন স্থানে দুদক পরিচয় দিয়ে প্রতারণা করা হচ্ছে। হোয়াটঅ্যাপ অ্যাকাউন্ট কিংবা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাধারণ নাগরিক বা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে প্রতারণা করা হচ্ছে। এ–সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে।’
এ ধরনের অভিযোগ নজরে এলে দুদকের জেলা কার্যালয়, সমন্বিত কার্যালয় বা প্রধান কার্যালয় বা হটলাইন নম্বর ১০৬-তে যোগাযোগ করার অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানান এই দুদক মহাপরিচালক। তিনি বলেন, প্রতারক চক্রের বিষয়ে দুদক ব্যবস্থা নিতে শুরু করেছে।