Thank you for trying Sticky AMP!!

রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে

কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে নিষেধ করলেন রেলমন্ত্রী

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘কালোবাজারিরা দেশকে ধ্বংস করতে চায়, রেলকে ধ্বংস করতে চায়। তারা নিশ্চয়ই অন্য কারও সহযোগিতায় এসব করে থাকে। তাদের কাছ থেকে আপনারা কেউ টিকিট কিনবেন না।’

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা সদরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর রেলমন্ত্রী এসব কথা বলেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, ‘এমন দিন আসবে, যখন হারিকেন জ্বালিয়েও কোনো মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। কয়জন মুক্তিযোদ্ধা দেশে আছে? তাদের ভাতা বাড়ানো হবে না কেন? আমরা তো ভাতার জন্য যুদ্ধ করতে যাইনি। আমরা যুদ্ধে গিয়েছিলাম বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই দেশটাকে স্বাধীন করার জন্য। দেশকে পাকিস্তানি হানাদারমুক্ত করার জন্য। তখন কিন্তু উচ্চবিত্ত পরিবারের লোকেরা মুক্তিযুদ্ধে যায়নি। এর সংখ্যা খুবই কম। মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও কৃষক পরিবারের লোকজনই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেমসহ রাজবাড়ীর মুক্তিযোদ্ধারা।