Thank you for trying Sticky AMP!!

মার্কিন ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সু ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান

মার্কিন ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সুর সঙ্গে বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে বৈঠক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে দেশটির ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সুর সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

গতকাল বিকেলে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এই পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূত ও ভারপ্রাপ্ত মার্কিন শ্রমমন্ত্রী দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন।

একই অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইমরান যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লির সঙ্গে সাক্ষাৎ করেন।

দুই বৈঠকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজা উপস্থিত ছিলেন।