Thank you for trying Sticky AMP!!

শুক্র ও শনিবার ছুটির দিনেও খোলা থাকবে ‍দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

ঘূর্ণিঝড় ‘মোখার’ কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আগামী শুক্রবার ও পরদিন শনিবার (১২ ও ১৩ মে) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার ‍দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা–সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা–কর্মচারীকে যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী রোববার সকাল থেকে দুপুরের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। তবে এর অগ্রভাগ আগের দিন অর্থাৎ শনিবার রাতেই বাংলাদেশের উপকূল স্পর্শ করবে। মোখার ফলে অতি ভারী বৃষ্টি হবে উপকূলে এবং অন্যান্য স্থানে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশেরও যথেষ্ট ঝুঁকি আছে।

ঘূর্ণিঝড় মোখার অবস্থান ও গতিপ্রকৃতি নিয়ে আজ বৃহস্পতিবার এসব কথা বলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।