শুভ সকাল। আজ ২৭ জুলাই, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মোস্তফা জামাল হায়দার। বিস্তারিত পড়ুন...
ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পার হচ্ছে। এরই মধ্যে দেশের রাজনীতির নানা গতিপ্রকৃতি দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থান, এর আগে-পরের বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত পড়ুন...
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মিশনটা ছিল এ রকম যে সে রানওয়ের ওপর ১৫ থেকে ২০ মিনিট ম্যাক্সিমাম ফ্লাই করবে। ছোট্ট একটা মিশন। যেহেতু এটা ছিল তার প্রথম সলো বা একক ফ্লাইট। সকালবেলা তৌকির কিন্তু একটা চেক রাইডে গেছে। একটা মিশন করেছে। এটা কে নিয়েছে? এটা তার কমান্ডিং অফিসার নিয়েছে। এটা একটা পরীক্ষার মতো। যখন দেখা গেছে, তৌকির ফিট ছিল, তখন তাকে সলো ট্রিপে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়ুন...
২৩ জুলাই প্রথম আলো আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের এক বছর: অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’শীর্ষক গোলটেবিল বৈঠকে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তাঁর ভাষায় ‘এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে, আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে।’ বিস্তারিত পড়ুন...
এশিয়া কাপ ক্রিকেট নিয়ে নানা জল্পনা–কল্পনা চলছিল। ঢাকায় হয়ে যাওয়া এসিসির বার্ষিক সাধারণ সভার পরও সূচি নিশ্চিত করা যায়নি। অবশেষে এশিয়া কাপের দিন-তারিখ নিশ্চিত করেছেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি। ২৬ জুলাই বিকেলে এক্সে এক পোস্টে প্রথমে এশিয়া কাপ শুরু ও শেষের দিনক্ষণ জানানোর পর সন্ধ্যায় আরেক পোস্টে বিস্তারিত সূচি প্রকাশ করেন নাকভি। বিস্তারিত পড়ুন...