সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। মোটরসাইকেল, যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ও দাপ্তরিক গাড়ি, ট্রাকসহ কোনো ধরনের যানবাহনই বিমা ছাড়া আর সড়কে চলাচল করতে পারবে না। এ– সংক্রান্ত একটি প্রতিবেদনে আজ পাঠকের ব্যাপক সাড়া পাওয়া গেছে। কাল গাজীপুর সিটির নির্বাচন। এ নিয়ে আজ একাধিক প্রতিবেদন আছে। মাদারীপুরের শিবচরের সহিদুল ইসলামের সফলতার গল্পে পাঠকের সাড়া মিলেছে যথেষ্ট। এ ছাড়া বাণিজ্য, ক্রীড়া ও বিনোদন বিভাগের প্রতিবেদন তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বিমা ছাড়া কোনো গাড়িই চলতে পারবে না রাস্তায়

আইন সংশোধনের পর থেকে সড়কে চলা সব গাড়ির বিমা থাকতে হবে, নইলে গুনতে হবে জরিমানা
ফাইল ছবি

সড়কে যান চলাচলে আগেও বিমা করা বাধ্যতামূলক ছিল। তবে ২০১৮ সালে আইন করে তা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ মার্চ অনুষ্ঠিত জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বিমা ছাড়া যাতে কোনো যানবাহন চলাচল করতে না পারে, সে জন্য নির্দেশনা দিয়েছেন। বিস্তারিত পড়ুন...

শিবচরে বসে ৩৫০ কর্মী নিয়ে বিদেশের কাজ করেন সহিদুল

মাদারীপুরের শিবচরে তিনতলা ভবনের তৃতীয় তলায় ঢুকতেই চোখে পড়ে সাজানো–গোছানো কার্যালয়। এটি সিএম ওয়ার্ক সল্যুশনস নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়। এই প্রতিষ্ঠান থেকে সহিদুল ইসলাম

সিএম সল্যুশনস এখন যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের গ্রাহকদের কাজ করে। আর তা শিবচর থেকেই। কয়েকজন বিদেশি গ্রাহকও শিবচর ঘুরে গেছেন। সহিদুলের প্রতিষ্ঠান কাজ করে ই-কমার্স পরামর্শক হিসেবে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ কেন মিয়ানমারকে বিশ্বাস করছে

প্রত্যাবাসন পরিস্থিতি দেখতে রাখাইনে যায় রোহিঙ্গাদের প্রতিনিধিদল।

প্রশ্ন হচ্ছে, মিয়ানমারের এই উদ্যোগ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন, সন্দেহ ও অবিশ্বাস থাকার পরও বাংলাদেশ কেন এমন একটি উদ্যোগে শামিল হতে যাচ্ছে? বিস্তারিত পড়ুন...

সৌদির মানুষ দুর্দান্ত, সৌদি লিগকেও ভবিষ্যতে বিশ্বের সেরা পাঁচে দেখেন রোনালদো

কাল আল শাবাবের বিপক্ষে জেতার পর ক্রিস্টিয়ানো রোনালদো

সৌদি আরবে রোনালদো এখনো সফল হতে পারেননি। গত জানুয়ারিতে ২০ কোটি মার্কিন ডলারে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ হিসেবে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ৩৮ বছর বয়সী রোনালদো। বিস্তারিত পড়ুন...

‘দেওরা’ গানের ফিউশন কেন ইতিবাচক

‘দেওরা’ গান পরিবেশন করছেন ইসলাম উদ্দিন পালাকার

কোক স্টুডিও বাংলা লোকবাংলার একটি সারিগান ‘দেওরা’কে ফিউশন করে নতুনভাবে উপস্থাপন করেছে। গানটি প্রবল জনপ্রিয়ও হয়েছে। তবে এই গানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা–সমালোচনা। বিস্তারিত পড়ুন...