ভূমিকম্পে আজ শুক্রবার সকালে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন ১০ জন। নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জন।