
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলায় প্রস্তুতি নিতে অ্যামিকাস কিউরি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২ জুলাই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমের বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করতে ১৯ জুন অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে এ ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দেওয়া হয়।
বুধবার এই মামলার শুনানিতে উপস্থিত হন এ ওয়াই মশিউজ্জামান। শুনানিতে তিনি বলেন, এটি তাঁর কাছে নতুন বিষয়। গতকাল মঙ্গলবার তিনি এই মামলার নথিপত্র পেয়েছেন। তাঁর প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় প্রয়োজন। ট্রাইব্যুনাল এক সপ্তাহ সময় মঞ্জুর করেন।