পুলিশের গুলশান বিভাগের দায়িত্বে মো. আসাদুজ্জামান

উপপুলিশ কমিশনার মো. আসাদুজ্জমান ।
 ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে নতুন উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন মো. আসাদুজ্জমান। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক।

আজ সোমবার ডিএমপির সংবাদভিত্তিক অনলাইন ডিএমপি নিউজে এই খবর প্রকাশ করা হয়। মো. আসাদুজ্জামান ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আসাদুজ্জামানের বদলির এই আদেশে গত রোববার স্বাক্ষর করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এর আগে গুলশান বিভাগের উপকমিশনার ছিলেন সুদীপ কুমার চক্রবর্তী। গত রোববার তাঁকে বগুড়ার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির অফিস আদেশে বলা হয়েছে, সুদীপ চক্রবর্তী নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে নতুন উপকমিশনারকে দায়িত্বভার বুঝিয়ে দেবেন। তখন থেকে এই আদেশ কার্যকর হবে।