Thank you for trying Sticky AMP!!

মুগদায় বাসায় আগুন: আরও ১ জনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর মুগদায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।

সর্বশেষ গতকাল সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেফালী (৫৫)। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

শেফালীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

শেফালীর বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চাকৈর গ্রামে। তাঁর স্বামীর নাম তপন বাড়ই।

একই ঘটনায় আগে মারা যান প্রিয়াঙ্কা রানী বৌদ্ধ (৩২), তাঁর স্বামী সুধাংশু বৌদ্ধ (৩৫), ছেলে অরূপ চন্দ্র বৌদ্ধ (৫)।

চিকিৎসাধীন ছিলেন প্রিয়াঙ্কার মা শেফালী। তিনিও গতকাল মারা গেলেন।

হাসপাতাল সূত্র জানায়, প্রিয়াঙ্কার ৭২ শতাংশ, সুধাংশুর ২৫ শতাংশ, অরূপের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

২১ নভেম্বর সকালে মুগদায় একটি পাঁচতলা বাড়ির নিচতলার ভাড়া বাসায় আগুন লাগে। এতে চারজন দগ্ধ হন। পরে চারজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চারজনই মারা গেলেন।