সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

মতিঝিলে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম রুহুল আমিন শেখ (৫৫)। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য রুহুল আমিনের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

ওসি মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলের কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে বাসের ধাক্কায় রুহুল আমিন শেখের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককে।

রুহুল আমিনের গ্রামের বাড়ি গাজীপুরে। তিনি সবুজবাগ এলাকায় থাকতেন।