
রাজধানীর পল্টনের একটি বাসায় ইফতিয়াক মোহাম্মাদ (২১) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে পল্টনে নিজ বাসা থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য ইফতিয়াকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইফতিয়াকের বাবা গোলাম ফারুক বলেন, শুক্রবার রাতে তাঁর ছেলের কক্ষের দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক আজ শনিবার ভোরে তাঁকে মৃত ঘোষণা করেন।
গোলাম ফারুক আরও বলেন, ইফতিয়াক উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করার পর বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
পল্টন থানার এসআই মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ইফতিয়াকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই তরুণের মৃত্যু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানানো সম্ভব হবে।
পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান আরও বলেছেন, বাসায় দেরি করে ফেরা নিয়ে ওই তরুণকে তাঁর বাবা-মা বকাবকি করেছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন।