মুক্তিযুদ্ধ জাদুঘরে আজ বুধবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আগারগাঁও, ঢাকা
মুক্তিযুদ্ধ জাদুঘরে আজ বুধবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আগারগাঁও, ঢাকা

মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় পতাকা উত্তোলন

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

আজ বুধবার সকাল ১০টায় বীর শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশ করা হয়।

জাতীয় সংগীত পরিবেশন করে ‘বধ্যভূমির সন্তান দল’। আর তা পরিচালনা করেন প্রমিলা বিশ্বাস।

এই সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবুন্নেসা, মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি ব্যবস্থাপক রফিকুল ইসলাম, শিক্ষা ব্যবস্থাপক সত্যজিৎ রায় মজুমদার, গবেষণা ও গ্রন্থাকার ব্যবস্থাপক ড. রেজিনা বেগম।