স্থানীয় ব্যক্তিরা যাত্রাবাড়ী-কাজলা সড়ক অবরোধ করায় যাত্রাবাড়ী থেকে ডেমরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়
স্থানীয় ব্যক্তিরা যাত্রাবাড়ী-কাজলা সড়ক অবরোধ করায় যাত্রাবাড়ী থেকে ডেমরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়

কাজলায় বাসাবাড়িতে গ্যাস না থাকার প্রতিবাদে সড়ক অবরোধ

রাজধানীর কাজলা এলাকায় বাসাবাড়িতে গ্যাস না থাকার প্রতিবাদে আজ বুধবার যাত্রাবাড়ী-কাজলা সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। এতে যাত্রাবাড়ী থেকে ডেমরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করা হয়। দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলে। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

অবরোধ চলাকালে আজ সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে। এমন অবস্থায় কাজে বের হওয়া মানুষেরা ভোগান্তিতে পড়েন। অনেকে হেঁটে গন্তব্যে রওনা দেন।

মো. আলী নামের কাজলার এক বাসিন্দা বলেন, ‘পবিত্র রোজার আগে থেকে বাসাবাড়িতে রান্নার গ্যাসের সমস্যা চলছে। তবে সাত দিন ধরে একেবারেই গ্যাস নেই। অথচ কাজলার সিএনজি পাম্পে গ্যাস আছে।’

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, সড়ক অবরোধকারীদের সঙ্গে তাঁরা কথা বলেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে সড়ক অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় লোকজন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক।