লাশ
লাশ

কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম ওরফে সোহাগ (৪০)। তিনি পূর্ব শেওড়াপাড়া জামতলা রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির বড় ভাই শাহ আলম প্রথম আলোকে জানান, তাঁর ছোট ভাই জাহাঙ্গীর জনশক্তি রপ্তানি ব্যবসায়ী। রাজধানীর নয়াপল্টনের একটি ভবনে তাঁর অফিস। বিকেলে খবর পান, তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।