১৬ মাস পর নিখোঁজ মাসুদকে পাওয়া গেল ফুটপাতে

মাসুদ আলম
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাসা থেকে নিখোঁজ মাসুদ আলমকে (৩৯) ১৬ মাস পর উদ্ধার হয়েছে। আজ শনিবার ঢাকার আবদুল গণি রোডের রেলভবনের সামনে থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। পরে পরিবারের কাছে তাঁকে বুঝিয়ে দেওয়া হয়।

মাসুদ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করেছেন। ব্যক্তিগত কারণে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন এবং এক পর্যায়ে চাকরি ছেড়ে দেন। এরপর গত বছরের জুলাই মাসে বাসা থেকে বেরিয়ে যান তিনি। ছেলের সন্ধান চেয়ে মাসুদের বাবা শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়রি করেন।

ডিবি বলছে, একমাত্র ছেলেকে হারিয়ে বৃদ্ধ মা–বাবা অসুস্থ হয়ে পড়েন। জঙ্গিবাদ, মাদক ব্যবসা অথবা অন্য কোনো অন্তর্ঘাতমূলক কাজে জড়িয়ে নিরুদ্দেশ হতে পারে এই যুবক—এমন আশঙ্কা থেকে তাঁকে খুঁজছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ডিবি লালবাগ বিভাগের উপকমিশনারের দায়িত্বে থাকা (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপকমিশনার মো. রাকিব হাসানের নেতৃত্বে ডিবির একটি দল তাঁকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মনোরোগবিশেষজ্ঞ দেখানো হয়। শেষে তাঁকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

মশিউর রহমান বলেন, নিখোঁজের পর থেকে মাসুদ ভবঘুরের মতো ঢাকার বিভিন্ন ফুটপাতে থেকেছেন। খাবারের জন্য ভিক্ষা করেছেন। কখনো মাজার ও মন্দির থেকে খাবার চেয়ে খেয়েছেন।