Thank you for trying Sticky AMP!!

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনশন: রানা দাশগুপ্তসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অনশন কর্মসূচি পালন করছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা-কর্মীরা

দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে অনশনরত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে আন্দোলনস্থলে স্যালাইন দেওয়া হচ্ছে। তিনি ছাড়াও অসুস্থ হয়ে পড়ায় ঐক্য পরিষদের আরও ছয় নেতা-কর্মীকে স্যালাইন দেওয়া হচ্ছে।

অনশনের দ্বিতীয় দিনে আজ শনিবার তাঁরা অসুস্থ হয়ে পড়েন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ সময় ধরে অবস্থান ও না খাওয়ার কারণে রানা দাশগুপ্তসহ আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।’

দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে গণ-অনশন ও গণসমাবেশ শুরু করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। গতকাল সারা দিন ও রাতভর সেখানে অনশন করে অবস্থান করেন তাঁরা। অনশন ও অবস্থানের প্রায় ৩০ ঘণ্টার মাথায় অনেকে অসুস্থ হয়ে পড়েন।

আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, অনশনকারীদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারীকে স্যালাইন দেওয়া হচ্ছে। এ ছাড়া আরও কয়েকজন অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। একদল চিকিৎসক ও নার্স সেখানে অসুস্থদের চিকিৎসা দিচ্ছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একটি চিকিৎসক দল অনশনে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। এই ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক পিসি দাস বলেন, ‘অনশনের কারণে রানা দাশগুপ্তের শারীরিক অবস্থা হঠাৎ ভেঙে পড়েছে। তাঁর রক্তচাপ (প্রেসার) কমে গেছে। আবার ডায়াবেটিস আছে। যেহেতু তিনি খাচ্ছেন না, সেহেতু তাঁর পানিশূন্যতা কাটানোর জন্য স্যালাইন দেওয়ার ব্যবস্থা করছি। হয়তো তাঁকে হাসপাতালে নেওয়া লাগতে পারে, যদিও তিনি এখান থেকে যেতে চাচ্ছেন না।’

Also Read: সংখ্যালঘুদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণ-অনশন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক বলেন, ‘আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত মৃত্যু হলেও অবস্থান ও পরবর্তী সংগ্রাম চালিয়ে যাব। রানা দাশগুপ্তের কিছু হলে দেশে আগুন জ্বলবে।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এ অবস্থান ও অনশন কর্মসূচি আগামীকাল রোববার সকাল ছয়টায় শেষ হবে।